কলকাতা বিভাগে ফিরে যান

ট্রামে একুশে জুলাইয়ের প্রচার, তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া

July 19, 2022 | < 1 min read

করোনা কাঁটা পেরিয়ে ফের একুশে জুলাই শহিদ দিবসের সমাবেশ ফিরছে ধর্মতলায়, সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। অফলাইন-অনলাইন সব মাধ্যমেই প্রচার চালাচ্ছে জোড়াফুল শিবির। এবার একুশে জুলাইয়ের প্রচারে মহানগরের রাস্তায় নামল ট্রাম। 

সুসজ্জিত ট্রামটি আদপে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ট্রাম। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীসহ রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রতীক, ছবি ও কাটআউটে ট্রামটি সাজিয়ে তোলা হয়েছে। ট্রামটিতে সাধারণ যাত্রীরা সকলেই উঠতে পারবেন বলেই জানাচ্ছেন তৃণমূল নেতারা। ইতিমধ্যেই ট্রাম নিয়েই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে চূড়ান্ত উৎসাহ-উন্মাদনা ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Shahid Dibas, #Tram, #21 July

আরো দেখুন