← দেশ বিভাগে ফিরে যান
ফের ২০ হাজার ছাড়াল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত ৪০
মাঝে দু’দিন সাময়িক নিম্নমুখী হলেও ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি। সেই সঙ্গে বাড়ল অ্যাকটিভ কেসও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.১৩ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.৩৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৬৫৪ জন। একদিনে করোনায় মৃত ৪০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৮২৫ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩১ লক্ষ ৩২ হাজার ১৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।