রাজ্য বিভাগে ফিরে যান

আদালতের দোহাই দিয়ে ২১জুলাই সভা বাতিল করতে বাধ্য হল বঙ্গ বিজেপি

July 20, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার রাতে জানালেন, ২১ জুলাইয়ের বাউড়িয়ার সভা বাতিল করল বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার উলুবেড়িয়ায় সভা করতে চেয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি, তাই আদালতে যান শুভেন্দু। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ। সেদিন তাই উলুবেড়িয়ায় বিজেপিকে সভা করতে দিতে আপত্তি করে আদালত। বুধবার উলুবেড়িয়ার বদলে বাউড়িয়াতে বিজেপিকে সভা করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।

হাইকোর্টের তরফে বলা হয় ২১ জুলাই বিজেপিকে সভা করতে হবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে। এছাড়া বলা হয়, সেই সভায় শব্দ দূষণ ছড়ানো যাবে না বা শোনানো যাবে না কোনও উস্কানিমূলক বক্তব্য বা অডিয়ো।

আদালতের এই নির্দেশের পরেই বিরোধী দলনেতা ২১ জুলাইয়ের সভা বাতিল করে ২৭ জুলাই প্রতিবাদ দিবসের ডাক দেন। রাজনৈতিক মহল মনে করছে আদালতের রায় শুনেই পিছিয়ে গেছে বঙ্গবিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #Uluberia

আরো দেখুন