রাজ্য বিভাগে ফিরে যান

প্রতিবারের মতো ২১জুলাইয়ের সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখেতে এলেন মমতা

July 20, 2022 | < 1 min read

প্রত্যেক বছর ২১ জুলাইয়ের সমাবেশের আগের দিন সন্ধ্যায় সভাস্থল পরিদর্শন করতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। বুধবার সন্ধ্যায় ২১ জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বৃহস্পতিবার ধর্মতলায় সভামঞ্চ থেকে বক্তব্য রাখবেন মমতা। তার আগে সভার আয়োজন খতিয়ে দেখতে এলেন তৃণমূল সুপ্রিমো। সভাস্থলে আগে থেকেই ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়-সহ অন্য শীর্ষনেতারা। তাঁদের সঙ্গে কথা বলে ব্যবস্থাপনার খুঁটিনাটি জানতে চান তৃণমূলনেত্রী।


মূল মঞ্চের উপরে বা ব্যাকস্টেজে যাননি মমতা। বেন্টিঙ্ক স্ট্রিটের রাস্তায় চেয়ার পেতে অরূপ, ফিরহাদ, সুদীপদের সঙ্গে বসে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ‘‘সকলকে বলব, শান্ত ভাবে, সুন্দর ভাবে, শৃঙ্খলা রেখে মিছিল করে আসতে। তার পর মিটিং শেষে আবার শান্ত ভাবে বাড়ি ফিরে যেতে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় জোরে চালাবেন না। কোনও জেলায় কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধান করবেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Dharmatala, #21July, #Mamata Banerjee

আরো দেখুন