রাজ্য বিভাগে ফিরে যান

পরিচালন সমিতি নয়, কলেজের অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্বে কমিশন

July 20, 2022 | < 1 min read

নিয়োগে স্বাচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের। এবার থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে কলেজ সার্ভিস কমিশনকে কলেজের অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অসাধারণত কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, এবং গ্রন্থাগারিক ইত্যাদি পদের নিয়োগের দায়িত্ব সামলায় কলেজ সার্ভিস কমিশন। কয়েক মাস আগেই কলেজের অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্বও কলেজ সার্ভিস কমিশনকে দেওয়া হয়েচজে। কমিশন তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিখিত পরীক্ষার মাধ্যমে অশিক্ষক শিক্ষকর্মীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। সেখানে মনোনীত হলেই মিলবে চাকরি।

দীর্ঘদিন ধরেই কলেজের পরিচালন সমিতির হাতেই অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব ছিল। মঙ্গলবার ১৯ জুলাই উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিচালন সমিতি আর অশিক্ষক কর্মী নিয়োগ করতে পারবে না। ২০২১ সালে নির্দেশকা অনুযায়ী, কলেজ সার্ভিস কমিশনের হাতে অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলেজের পরিচালন সমিতিই অশিক্ষক কর্মী নিয়োগ করায়, নিয়োগ নিয়ে নানান অভিযোগ ওঠে। শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে স্বজনপোষণ থেকে শুরু করে দুর্নীতিসহ নানান রকম অভিযোগ যাতে আর না শুরু তাই এমন উদ্যোগ নেওয়া হয়। দায়িত্ব পেয়ে ইতিমধ্যেই কলেজের ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, গ্রুপ সি ও গ্রুপ-ডি, পদে নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। শোনা যাচ্ছে নিয়োগের বিধিও তৈরি হয়ে গিয়েছে। 

জানা গিয়েছে, নবান্ন তরফে সম্মতি মিললেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #College service commission, #Non Teaching Staff

আরো দেখুন