দেশ বিভাগে ফিরে যান

সমস্ত মামলায় জামিন, সন্ধ্যা ৬টার মধ্যে জুবেরকে মুক্তি দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

July 20, 2022 | 2 min read

অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে ছ’টি মামলাতেই তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে শীর্ষ আদালত। এর পাশাপাশি সব মামলা একত্রিত ভাবে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে জুবেরকে অবিলম্বে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে আদালত।

জুবের সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদনে করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে জুবেরকে মুক্তি দিতে হবে। এই রায়দানের সময় আদালতের পর্যবেক্ষণ, ‘‘জুবেরকে ক্রমাগত আটকে রাখা এবং অন্তহীন ভাবে বিভিন্ন কোর্টে মামলার জড়িয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই।’’

গত ২৭ জুন জুবেরকে গ্রপ্তার করে দিল্লি পুলিশ। প্রায় চার বছর আগেই টুইটারে একটি জনপ্রিয় হিন্দি সিনেমার ‘স্ক্রিনশন’ পোস্ট করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০১৮ সালে তার করা টুইট এখন ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে! দুটি মামলাতে আগেই জামিন পেলেও পরে উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি এফআইআর করা হয়েছিল। প্রসঙ্গত, সোমবার এই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘সমস্যা হল একটা দুষ্ট চক্র। তিনি একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও অন্য মামলায় আবার তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে।’’

জামিন পেলেও জুবের যাতে টুইট করতে না পারেন, সে আবেদন করেছিল উত্তরপ্রদেশ সরকার। তবে তা নিয়ে কটাক্ষের সুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন বলেন, ‘‘এটা এমন বলা যেন এক জন আইনজীবী আর তর্ক করতে পারবেন না। সাংবাদিক কী ভাবে তাঁর লেখা বন্ধ করবেন? যদি তিনি এমন কাজ করেন, যাতে আইনভঙ্গ হয়, তবে তিনি আইনের কাছে দায়বদ্ধ হবেন। কিন্তু, সরব হলেই একজন নাগরিকের বিরুদ্ধে আগে থেকে কীভাবে পদক্ষেপ করা যায়? প্রত্যেক নাগরিকই জনসমক্ষে এবং ব্যক্তি জীবনে যা করেন, তার জন্য তিনি দায়বদ্ধ। আমরা এমন কোনও নির্দেশ দেব না।’’

গত জুনে দুবেরকে গ্রপ্তার করে পুলিশ। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজ মূলত খবরের সত্য-মিথ্যার বিশ্লেষণকে তুলে ধরে। তাদের ফ্যাক্ট চেকিং-এর আওতায় একাধিকবার ধরা পড়েছে গেরুয়া শিবিরের টুইট থেকে শুরু করে নানা ধরনের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #Mohammed zubair, #Uttar Pradesh

আরো দেখুন