“লাইমলাইটে থাকতে গেলে ওই দিনটাই বাছতে হবে ওদের!” বিজেপিকে কটাক্ষ অভিষেকের
প্রচারে পেতেই বিজেপি ২১ জুলাইকে জনসভা করার জন্য বেছেছে। বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘লাইমলাইটে থাকতে গেলে তো ওই দিনটাই বাছতে হবে ওদের! আসলে ওরা মানুষের দাবিদাওয়া নিয়ে ভাবিত নয়। এদের একটাই কাজ- ধর্মের ভিত্তিতে বাংলায় বিভাজন আর শান্ত বাংলাকে অশান্ত করা। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। এটা বিজেপির মরিয়া চেষ্টা!’’
২১ জুলাই উলুবেড়িয়ায় জনসভা আয়োজন করতে চাইছিল রাজ্য বিজেপি। মূলত ওই সভার ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করার জন্য পুলিশ বিজেপিকে অনুমতি না দেওয়ায়, তারা কলকাতা হাই কোর্টে মামলা করে। মঙ্গলবার তারই শুনানি ছিল আদালতে। এদিনের শুনানি চলাকালীন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপি’র আইনজীবীকে প্রশ্ন করেন, এই সভা ২১ জুলাইয়েই আয়োজন করতে হবে কেন? বিজেপি তো ২২ কিংবা ২৩ জুলাইও সভার আয়োজন করতে পারে। কিন্তু কলকাতা হাইকোর্ট শেষপর্যন্ত বুধবার রায় দেয়, সভা একান্তই করতে হলে তা রাত ৮টার আগে শুরু করা যাবে না। পাশাপাশি আরও একগুচ্ছ শর্তও আরোপ করেছে আদালত।
এদিনের আদালত যে নির্দেশ দিয়েছে তা নিয়ে অভিষেক বলেন, ‘‘হাই কোর্ট যদি অনুমতি দিয়ে থাকে, তা হলে সভা হবে। হাই কোর্টের রায় শিরোধার্য। এ নিয়ে তো কিছু বলার নেই। কিন্তু গতকাল (মঙ্গলবার) খোদ বিচারপতিই প্রশ্ন তুলেছিলেন, ৩৬৫ দিনের মধ্যে ২১ জুলাইতেই বিজেপিকে সভা করতে হবে? কেন ২০ জুলাই বা ২২ জুলাই সভা করতে পারছে না ওরা?’’ এর পাশাপাশি অভিষেক বলেন, ‘‘হাই কোর্ট যদি রায় দিয়ে থাকে, সভা হতে কোনও বাধা নেই। কিন্তু ওই সভা যাতে শর্ত মেনে হয়, তা সুনিশ্চিত করতে অনুরোধ করব প্রশাসনকে।’’
২১ জুলাইর সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় কর্মী, কমর্থকদের সঙ্গে এদিন ঘুরে ঘুরে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘গোয়া, মাঘালয়, ত্রিপুরা, অসম থেকে তৃণমূলের নেতারা আসবেন। তাঁদের আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা স্বচক্ষে দেখবেন সমাবেশ।’’ সমাবেশে প্রায় ২০ লক্ষ মানুষের জমায়েত হবে বলে মনে করছেন তিনি। এরই সঙ্গে সমাবেশে যোগদানকারী সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেছেন তিনি। তাঁর মতে, ‘‘অতিমারি শেষ হয়নি। ফলে সকলকে বলছি, দয়া করে মাস্ক পরে থাকুন। কোভিড কিন্তু তৃণমূল-বিজেপি দেখে না।’’