← রাজ্য বিভাগে ফিরে যান
২১শের সমাবেশে ধর্মতলায় উঠে এল এক টুকরো বাংলা
একুশ জুলাই জনসমুদ্রে ভাসলো মহানগর। বাংলা বহু জাতি ও ধর্মের মিলনক্ষেত্র, সেই বাংলাই যেন উঠে এলো ধর্মতলায়। অজস্র মানুষ পা মিলিয়েছেন ধর্মতলামুখী মিছিলে। অভিনব সাজে সেজে এসেছেন কেউ কেউ, দলীয় প্রতীক-পতাকায় বিভিন্ন জেলা থেকে আঠারো থেকে আশি, নারী-পুরুষ নির্বিশেষে মানুষের লহরি একে একে কলকাতার কেন্দ্রে এসে মিশেছে। ফুচকা, লেবু জল নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। মেডিক্যাল ক্যাম্প খুলে রাম রহিমের সেবা করছেন, কোন এক সিংহ পদবিধারী কেউ ডিসুজাদের চা খাইয়েছেন। অজিতেরা আক্রমদের জল বাতাসা দিয়েছেন। নবতিপর কোন বৃদ্ধকে পথ দেখিয়েছেন আঠাশে তরুণ, এই ভাবেই ধর্মতলা হয়ে উঠল রবি-নজরুল-বিবেক-সুভাষের স্বপ্নের বাংলা।