রাজ্য বিভাগে ফিরে যান

একুশের জনসমুদ্র থেকে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার দাবি ফেসবুক তৃণমূল গ্রুপের

July 21, 2022 | < 1 min read

করোনার চোখ রাঙানি পেরিয়ে চেনা ছন্দে ফিরল তৃণমূলের একুশে জুলাই। আবারও জনসমুদ্রের ঢেউতে ভেসে গেল ধর্মতলা। অগুনিত মানুষের সমাবেশ প্রত্যক্ষ করল কলকাতা। আর সেই বিপুল জমায়েত থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার ডাক উঠল। তৃণমূলের কর্মী-সমর্থক থেকে শুরু করে, দলের বিভিন্ন শাখা সংগঠনের মানুষেরা কাতারে কাতারে এসেছিলেন সভায় যোগ দিতে। ভিড়ঠাসা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, ছবির কাটআউটের প্লাবনে একটি ব্যানার সকলের নজর কেড়েছে। ওই ব্যানারটিতে লেখা ছিল বাঙালি প্রধানমন্ত্রী চাই। সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

ব্যানারটি ফ্যামের। প্রসঙ্গত, ফ্যাম হল সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান একটি শুভাকাঙ্খী সংগঠন। ফ্যামের সদস্যেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সরব। এরা মূলত বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল কংগ্রেস দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করেন। তারাই এবার একুশের শহিদ স্মরণের জনসমুদ্র থেকে মমতাকে বাঙালি প্রধানমন্ত্রী করার আহ্বান জানালেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #21st July, #Shahid Dibas, #FAM, #Mamata Banerjee

আরো দেখুন