ওষুধহীন মারণ ভাইরাসের সংক্রমণ কেরলে, আফ্রিকান সোয়াইন ফিভার ছড়াচ্ছে আতঙ্ক
করোনা-মাঙ্কি পক্স আবহেই মাথাচাড়া দিয়েছে আরও এক রোগ। নয়া আতঙ্কের নাম আফ্রিকান সোয়াইন ফিভার। এবার সেই সোয়াইন ফিভারের সন্ধান মিলল ভারতে। কেরলের দুটি পশু খামারের শূকরের দেহে আফ্রিকার সোয়াইন জ্বরের জীবাণু পাওয়া গিয়েছে বলে খবর। কেরলে আফ্রিকান সোয়াইন ফিভার হওয়ার কথা ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ ইতিমধ্যে দুটি অসুস্থ পশুকে পরীক্ষা করে নিশ্চিত করেছে। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে কেরল সরকারের পশুপালন দপ্তর ইতিমধ্যেই দুই পশু খামারের ৩০০টি শূকরকে হত্যা করতে চলেছে, বলে জানা গিয়েছে।
সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নিচ্ছে পশুপালন দপ্তর। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অসমে ডিব্রুগড়ের ভোগালি পাথার গ্রামে এক শূকরের দেহ ওই মারণ ভাইরাসের সন্ধান মিলেছিল। তারপর সেখানেও খামারের সমস্ত শূকরদের মেরে ফেলে, মাটির নীচে চাপা দিয়ে দেওয়া হয়। আশপাশের প্রায় তিন বর্গ কিলোমিটারকে সংক্রমিত পরিধি হিসেবে ঘোষণা করা হয়েছিল।
জানা গিয়েছে, কেরলের ওয়ানাড় জেলার এক খামারের বেশ কিছু সংখ্যক শূকরের মৃত্যু হয়েছিল, তারপরেই নড়েচড়ে বসে কেরল প্রশাসন। পশু চিকিৎসকরা পরীক্ষার করে নিশ্চিত হন, মৃত পশুগুলির দেহে আফ্রিকান সোয়াইন জ্বরের সংক্রমণ রয়েছে। এরপরেই পার্শ্ববতী খামারের শূকরের দেহেও সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসে।
প্রসঙ্গত, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ড, বিহার, অসম ইত্যাদি রাজ্যে এর আগেও আফ্রিকার সোয়াইন ফিভারের হদিশ মিলেছিল। বিশেষজ্ঞদের মতে, আফ্রিকার সোয়াইন ফিভার ভাইরাস ঘটিত রোগ। এই ভাইরাসটি মারাত্মক সংক্রামক, এর মারণ ক্ষমতাও রয়েছে। তবে দুশ্চিন্তার অন্যতম কারণ হল আফ্রিকার সোয়াইন ফিভারের কোন ওষুধ বা প্রতিষেধক এখনও অবধি নেই।