প্রযুক্তি বিভাগে ফিরে যান

ফেসবুক ছাড়ার হিড়িক মেয়েদের? ইউজার ধরে রাখতে নয়া ফিচার আনছে মেটা

July 22, 2022 | < 1 min read

সামাজিক মাধ্যমের দৈত্য হল ফেসবুক। বিশ্বের কোটি কোটি মানুষ স্ক্রল করেই অতিবাহিত করেন ঘন্টার পর ঘন্টা সময়। তথ্য-পরিসংখ্যান জানাচ্ছে, ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক। ২০১৭ সাল থেকেই লাফিয়ে লাফিয়ে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছিল। বিগত বছরের নভেম্বর পর্যন্ত এ দেশে প্রায় ৪৫ কোটি মানুষ ফেসবুকে সক্রিয় ছিলেন। কিন্তু চলতি বছরের ২ ফেব্রুয়ারি শোনা গিয়েছিল এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের অনেক ফেসবুক ব্যবহারকারীই ফেসবুক থেকে মুখ ফিরিয়েছেন। সংস্থার অর্থ সচিবের কথায় ইন্টারনেটের খরচ বেড়ে যাওয়ার কারণেই অনেকে ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্চ্ছেন।

কিন্তু ফেসবুক ছাড়ার কারণ হিসেবে সাম্প্রতিক গবেষণায় অন্য কারণ উঠে আসছে। মার্কিন প্রযুক্তি সংস্থার গবেষণায় উঠে আসছে অন্য তথ্য। তাদের দাবি, সমাজের মতোই সামাজিক মাধ্যমও পুরুষশাসিত। ফলে সামাজিক মাধ্যমে নিজেদের বিপন্ন বলে মনে করেন এ দেশের মহিলারা। নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ফেসবুক ছাড়ছেন তারা। এছাড়া নগ্নতাও ফেসবুক ছাড়ার অন্যতম এক কারণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Meta, #New features, #Social Media, #Facebook

আরো দেখুন