বিরোধীদের কন্ঠরোধে নতুন ফরমান সংসদ কর্তৃপক্ষের, কক্ষে নিষিদ্ধ প্ল্যাকার্ড
১৮ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশন শুরুর আগেই সংসদের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছিল, সাংসদরা বেশ কিছু শব্দ সংসদে ব্যবহার করতে পারবে না, এই নিয়ে তরজা শুরু হয়ে গেছে। এবার ১৪ জুলাই প্রকাশিত সংসদের বুলেটিনের দ্বিতীয় ভাগে দেখা যায় আরও একটি নতুন নির্দেশ। বাদল অধিবেশনে সাংসদরা সংসদ চত্বরে কোনও রকম ধর্নায় বসতে পারবেন না। এরপর, নতুন সংযোজন হল জুলাই ২১-এর আরেকটি নোটিস। তাতে বলা হয়েছে, সংসদের ভিতরে প্ল্যাকার্ড নিষিদ্ধ।
সেই বুলেটিন অনুযায়ী সংসদ চত্বরে শুধু ধর্নায় বসাই নয়, কোনও রকম রাজনৈতিক প্রদর্শন, ধর্মঘট, অনশনের মতো কর্মসূচী বা কোনও ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন না সাংসদরা। এছাড়াও, বেলানো যাবে না কোনো ছাপা জিনিসপত্র, প্রশ্নপত্র, প্যামফ্লেট ইত্যাদি।
মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধীরা অনেকবারই সংসদ চত্বরে ধর্নায়, রাজনৈতিক প্রদর্শন, এমনকি অনশনের মতো অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সংসদ কর্তৃপক্ষের এরকম নতুন নিয়মকে কার্যত বিরোধীদের কণ্ঠরোধ করার প্রচেষ্টা হিসেবে দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।