ইডির লাগাতার জেরাতে বাড়িতেই অসুস্থ পার্থ; প্রতিহিংসার রাজনীতি, বলছে তৃণমূল
সকাল থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান এবং জেরা। এর জেরে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। এর ফলে তাঁর আইনজীবী মন্ত্রীর বাড়িতেই চিকিৎসকদের ডেকে পাঠানবলে জানা গেছে।
জানা যাচ্ছে, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মন্ত্রীর নাকতলার বাড়িতে গিয়ে তাঁকে পরীক্ষার পর ইসিজি করার পরামর্শ দিয়েছেন।
ইডির তল্লাশি চলছে আরেক মন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও। ইডি হানার পেছনে ‘প্রতিহিংসার রাজনীতির’ আভাস পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই অর্থে বিজেপিকে নিশানা করলেন কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ২১ জুলাইয়ের মঞ্চে সিবিআই-ইডি এবং মোদী-শাহের বিরুদ্ধে আওয়াজ তোলে তৃণমূল নেতৃত্ব। পরের দিন ২২ জুলাই, রাজ্যের ১৩টি এলাকায় হানা দিয়েছে ইডি।
জানা যাচ্ছে পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেডও শুরু হয়েছে।
ফিরহাদ হাকিম বলেন, ইডিকে এত তৎপর হতে আগে দেখা যায়নি। বিজেপির হাতিয়ার রাজনৈতিক নেতাদের হেনস্থা করা, বলেন তিনি। বাংলায় বিজেপির শক্তি ইডি, বলেন তিনি।