প্রকাশ্যে ত্রিপুরা বিজেপির কোন্দল, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন খোদ দলের বিধায়ক
ফের প্রকাশ্যে ত্রিপুরা বিজেপির কোন্দল। ত্রিপুরা নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন দলেরই এক বিধায়ক। বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন। অরুণ বাবুর কথায়, রতনলালের শিক্ষামন্ত্রী হওয়ায় কোন যোগ্যতা নেই। রতনলালকে বাবু নব্য বিজেপি বলা চলে। মোহনপুর কেন্দ্র থেকে জিতে পাঁচ বার তিনি বিধানসভায় গিয়েছেন। বাম আমলে ত্রিপুরার বিরোধী দলনেতাও ছিলেন তিনি। কংগ্রেস ছেড়ে ২০১৮ সালে বিধানসভা ভোটের আগে তিনি পদ্ম শিবিরে আসেন।
ত্রিপুরা বিজেপি রীতিমতো দিশে হারা, বিজেপির দলের অন্দরে মারাত্মক কোন্দল। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সুদীপ রায় বর্মন, আশিস সাহা, আশিস দাসের মতো বিজেপি বিধায়কেরা একে একে দল ছেড়েছেন। ত্রিপুরা বিজেপির বেহাল দশা ফেরাতে ও বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরোতে, দু-মাস আগে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন দিল্লির নেতারা। যদিও পরিস্থিতি সেই তিমিরেই আটকে আছে। বদল হয়নি।
২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ত্রিপুরাতেও বিজেপির আদি আর নব্য কাজিয়া মাথাচাড়া দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কোন্দল মেটানো ও ভাঙন রোখাই এখন বিজেপির সামনে পাহাড় প্রমাণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।