রাজ্য বিভাগে ফিরে যান

এক ধাক্কায় অনেকটাই কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, সুস্থতার হার ৯৭.৭৬ শতাংশ

July 23, 2022 | < 1 min read

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১,৮৪৪ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৮৩ হাজার ৫৭২ । মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ৭ জন।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৩১৪ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৩৬ হাজার ৮৬২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৭৬ শতাংশ।

একদিনে ১৪ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১২.৬৪ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৪ লক্ষ ৮৫ হাজার ১২ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৬৯ লক্ষ ৫৭ হাজার ৩৬৭ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Corona West Bengal, #Covid Update, #West Bengal

আরো দেখুন