← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
দিদির ‘হাতের ছোঁয়া’ ২১ জুলাইয়ের মুড়ি খেলেন আউশগ্রাম অঞ্চলের অসংখ্য মানুষ
একুশে জুলাইয়ে ধর্মতলায় শহিদ দিবসের সমাবেশে প্রতি বছরের মতো এবারও এসেছিলেন আউশগ্রামের দেবাশিসরা। সঙ্গে ছিল বস্তাভর্তি মুড়ি। মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জিএসটির বিরুদ্ধে সরব তখন সামনে থাকা দেবাশিসদের থেকে একমুঠো মুড়ি চেয়ে নেন তিনি। তাদের প্রিয় ‘দিদি’ মুড়ির ফেরত দেবার পর সেই মুড়িকে ‘দিদির আশীর্বাদ’ ভেবে বস্তার মুখ বন্ধ করে দিয়েছিলেন সেই যুব তৃণমূলকর্মীরা। সেই বস্তার মুখ খুললেন শুক্রবার সকালে, আউশগ্রামের তেলোতা গ্রামে। তার সঙ্গে মেশানো হল বেশ কয়েক কেজি মুড়ি। উৎসবের আয়োজন করে সেই মুড়ি বিলি করলেন দেবাশিসরা।
পিকনিকের মেজাজে তৃণমূলের পার্টি অফিসের সামনে প্রমাণ সাইজের কড়াইয়ে রান্না হয়েছে কুমড়োর তরকারি। ১০ টি বুথের কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। গ্রামের সাধারণ মানুষও দিদির হাতের ছোঁয়া পাওয়া সঙ্গে মুড়ি খেতে শামিল হয়েছিলেন।