← দেশ বিভাগে ফিরে যান
নিজের খামারবাড়িতেই পতিতাপল্লী চালান মেঘালয়ের বিজেপি নেতা! উদ্ধার ৫০০ কন্ডম
ফার্মহাউসে যৌনচক্র চালানোর অভিযোগ উঠল মেঘালয়ের বিজেপি রাজ্য সহ সভাপতির বিরুদ্ধে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে কিছু নাবালক ও নাবালিকা। এই ঘটনায় গ্রেপ্তার ৭৩ জন।
শনিবার পুলিশ বার্নার্ড এন মারাকের একটি খামারবাড়িতে তল্লাশি চালায় ৷ সেখান থেকে মদ, কন্ডোম উদ্ধার করেছে।
পশ্চিম গাড়ো হিলস জেলার রিম্পু বাগান খামার বাড়িতে আট ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ৷ তল্লাশি চালিয়ে পুলিস বাজেয়াপ্ত করেছে, ৩৬টি গাড়ি, ৪৭টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ মদ এবং ৫০০টি কন্ডোম।
পুলিশ প্রধান বিবেকানন্দ সিং জানান, পুলিশ ৫ জন বাচ্চাকে উদ্ধার করেছে যার মধ্যে ৪জন ছেলে এবং একটি মেয়ে ৷ খাঁচাবন্দি অবস্থাতে দেখতে পাওয়া যায় কিছু নাবালক, নাবালিকাকে।