কলকাতা বিভাগে ফিরে যান

চলতি বছরেই জোকা-তারাতলা ও নিউ গড়িয়া-রুবি মেট্রো চালুর ভাবনা রেলের

July 24, 2022 | < 1 min read

কলকাতা মেট্রোর আরও দুই নতুন রুটে শুরু হতে চলেছে মেট্রো চলাচল। শোনা যাচ্ছে, ​চলতি বছরের অক্টোবরের মধ্যে যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে জোকা-তারাতলা মেট্রো। মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, নিউ গড়িয়া থেকে রুবি রুটের মেট্রো পরিষেবাও চলতি বছর খুলে দেওয়ার জন্যে চেষ্টা করা হচ্ছে।

শোনা যাচ্ছে, তারাতলা-জোকা মেট্রো রুটের সাড়ে ছয় কিলোমিটার রাস্তার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। স্টেশন নির্মাণ, ট্র্যাক বসানো এবং বিদ্যুৎ সংযোগ দেওয়াও হয়ে গিয়েছে। জানা যাচ্ছে সব ঠিক চললে, খুব তাড়াতাড়ি ওই রুটে ট্রায়াল রান শুরু হতে পারে। অন্যদিকে, নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে মেট্রোর কাজ চলছে। ওই রুটের ক্ষেত্রে অভিষিক্তা মোড় সংলগ্ন একটি জায়গায় ব্যতিরেকে অন্য সব জায়গায় মেট্রোর জন্য উড়ালপথ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। পুজোর আগে নির্মাণ কাজ সম্পূর্ণ হলে, ওই রুটেও ট্রায়াল রান চালু করবে মেট্রো কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#metro, #joka taratala, #new garia ruby, #kolkata metro

আরো দেখুন