মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর গঙ্গা তীরে সৌন্দর্যায়নে ‘মাস্টার প্ল্যান’ রাজ্যের
কলকাতা গঙ্গার তীরে গড়ে ওঠা এক মহানগর; তাই কলকাতাকে সুন্দরী করে তুলতে, গঙ্গার পাড়গুলো নিয়ে অভিনব পরিকল্পনা নিচ্ছে রাজ্য। কলকাতা ও তার সংলগ্ন এলাকার গঙ্গার পাড়গুলোকে সাজাতে মেগা উদ্যোগ নিতে চলেছে রাজ্য। এই মেগা প্রকল্পের আওতায়, কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত গঙ্গা তীরবর্তী বিস্তীর্ন এলাকাজুড়ে সৌন্দর্যায়ন করা হবে।
এছাড়াও হাওড়ায় অর্থাৎ গঙ্গার পশ্চিম পাড়কেও সাজিয়ে তোলার ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গার উভয় তীরবর্তী এলাকার উন্নয়নের পরিকল্পনা থেকেই একটি মাস্টার প্ল্যান তৈরি করতে চলেছে রাজ্য সরকার। মিলেনিয়াম পার্ক থেকে দক্ষিণেশ্বর; প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন কেমনভাবে হবে, তার বিস্তারিত বিবরণ থাকবে এই মাস্টার প্ল্যানে।
খড়্গপুর আইআইটি বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের সঙ্গে পাড় সুরক্ষিত রাখার বিষয়ে আলোচনা করে রিপোর্ট তৈরি করা হবে, বলে জানা গিয়েছে। গঙ্গা তীরবর্তী ঘাটগুলো অধিকাংশ বয়সে প্রাচীন। বেশ কিছু ঘাট আবার হেরিটেজ তকমা পেয়ে গিয়েছে। ঘাটগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস। ঘাটগুলির ইতিহাস-ঐতিহ্য বজায় রেখে, সৌন্দর্যায়নের জন্য কীভাবে সংস্কার করা হবে, তার উপায় খুঁজবে মাস্টার প্ল্যান।
ঐতিহ্যবাহী শ্মশান ঘাটগুলির উন্নয়নের রূপরেখাও তৈরি করা হবে। ঘাট সংলগ্ন মন্দির, মসজিদ, গুরুদ্বার, আশ্রম ইত্যাদি ধর্মীয় স্থানগুলির সৌন্দর্যায়নের রূপরেখাও নির্ধারণ করা হবে। মাস্টার প্ল্যানের মাধ্যমে পাড়ে কোথায় ফোয়ারা থাকবে, কোথায় গাছ লাগানো হবে, হাঁটার পথ কোথায় থাকবে হবে, সুলভ শৌচাগার কোথায় তৈরি হবে; সেই সব কিছু খুঁটিনাটি বিষয় ঠিক করা হবে। এলাকার লুক অপরিবর্তিত রেখে সৌন্দর্যায়নের রূপরেখা ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের কথায়, এতদিন গঙ্গার পাড় সাজানোর জন্যে তারা কলকাতার দিকে বেশি নজর দিয়েছেন। আগামীদিনে তারা হাওড়ার দিকের পাড়গুলিকেও সমান গুরুত্ব দিয়ে সাজাতে চলেছেন।