গোটা বঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি, তবে কি শ্রাবণেই বর্ষার ঘাটতি মিটবে?
ভোর থেকে মেঘলা আকাশ, হালকা বৃষ্টিতে ভিজছে মহানগর। সকাল থেকেই কলকাতা সংলগ্ন শহরতলিও দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিক্ষিপ্তভাবে সারা দিনজুড়েই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
জুনের পর জুলাই মাসের প্রায় মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিহীন থেকেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। বৃষ্টিহীন আবহাওয়ার প্রভাবে চাষের ক্ষত হয়েছে। কিন্তু বিগত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে। বাংলা ক্যালেন্ডার বলছে শ্রাবণ চলছে, তবে কি এই শ্রাবণ মিটবে বৃষ্টির ঘাটতি?
দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণের সঙ্গেই উত্তরবঙ্গের আট জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।