আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ভয় ধরাচ্ছে মাঙ্কিপক্স, বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল WHO

July 24, 2022 | < 1 min read

প্রতিকী ছবি। সৌজন্যেঃ Marca

এখনও শেষ হয়নি করোনা, এর মধ্যেই মাথাচাড়া দিয়েছে মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স নিয়ে ইতিমধ্যেই চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার ২৩ জুলাই সন্ধ্যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রিয়াসুস, মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছেন।

বিশ্বজুড়েই চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স। বিশেষজ্ঞদের মতে করোনার পথে এগোচ্ছে মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স নিয়ে প্রায় এক মাস আগে কমিটি তৈরি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একমাস ধরে ওই কমিটি গোটা বিশ্বে মাঙ্কিপক্সের ছড়িয়ে পড়ার বিষয়ে পর্যবেক্ষণ চালাচ্ছিল। কমিটির রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ৭৫টি দেশ মিলিয়ে ইতিমধ্যেই ১৬ হাজার মানুষ মাঙ্কিপক্সের সংক্রমিত হয়েছেন। মাঙ্কিপক্সের জন্য দায়ী ভাইরাসটি মারাত্মক সংক্রামক। যার ফলে দ্রুত গতিতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ রুখতেই স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপের দেশগুলিতে খুব বেশি পরিমাণে ছড়াচ্ছে মাঙ্কিপক্স। অন্যদিকে, যে দেশগুলোতে এখনও ভাইরাসটি থাবা বসাতে পারেনি; সেখানে ভাইরাস সংক্রমণ রুখতে স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি ও ফ্রান্স ইত্যাদি দেশগুলিকে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগ সম্পর্কে প্রথমেই মানুষকে সচেতন করে তুলতে বলা হচ্ছে। মাঙ্কিপক্সের উপসর্গ কী কী, কীভাবে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সেসব সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে বলা হয়েছে।

সংক্রমণ বৃদ্ধি রুখতে দ্রুত আক্রান্তদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত ব্যক্তির হদিশ পাওয়া মাত্র সংক্রমিতদের নিভৃতবাসে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মাঙ্কিপক্স সংক্রামক রোগ হওয়ায়, প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা যেহেতু সরাসরি রোগীর সংস্পর্শে আসেন, তাই নির্দেশিকায় স্বাস্থ্য সংস্থা প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গ্লাভস, পিপিই কিট ইত্যাদি যাবতীয় ভাইরাসরোধী পোশাক পরেই কাজ করার নিদান দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#WHO, #Monkey Pox, #Monkey pox virus

আরো দেখুন