নজরুল মঞ্চে বাংলার কৃতী সন্তানদের ‘বঙ্গবিভূষণ’, ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান রাজ্যের
আজ ২৫ জুলাই নজরুল মঞ্চে রাজ্য সরকারের তরফে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার কৃতীদের সম্মানিত করতে পেরে বাংলা গর্বিত। বিগত ১৪ জুলাই ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ প্রাপকদের তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। সোমবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী।
চলতি বছর প্রথম বারের জন্যে বাংলার কোন প্রতিষ্ঠাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হল। কলকাতা তিন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানকে ক্রীড়াক্ষেত্রে এবং একই সঙ্গে চিকিৎসাক্ষেত্রে অনন্য অবদানের জন্য এসএসকেএম-কে হাসপাতালকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা এমআইটির অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাঁর মা মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গবিভূষণ সম্মাননা গ্রহণ করেন। নোবেলজয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় জানান, সম্মাননার চেক লিবার ফাউন্ডেশনকে দান করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে বঙ্গবিভূষণে ভূষিত করেন মুখ্যমন্ত্রী।
চলতি বছর ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়েছেন চলচ্চিত্র পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়, অভিনেতা দেব অধিকারী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া, সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য, কুমার শানু, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, গায়িকা কৌশিকী চক্রবর্তী, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়এবং শরদ বাদক দেবজ্যোতি বসু। ক্রীড়াক্ষেত্রে বাংলার হকি তারকা ভরত ছেত্রী এবং ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান মুখ্যমন্ত্রী।
এদিন অর্থনীতিবিদ কৌশিক বসুকে বঙ্গবিভূষণ সম্মাননা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৌশিক বসুকে বাংলায় ফেরার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।
সাহিত্যক্ষেত্রে থেকে বলাগড়ের বিধায়ক তথা সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, আবুল বাশার ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে বঙ্গভুষণ সম্মাননা প্রদান মুখ্যমন্ত্রী। এছাড়াও টিভি সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে রাজ্যের তরফে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও এদিন নজরুল মঞ্চ থেকেই অভিনেত্রী নুসরৎ এবং অভিনেতা সোহম চক্রবর্তীকে ‘মহানায়ক’ সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী।