দেশ বিভাগে ফিরে যান

কেউ তার জন্ম শংসাপত্রে শুধুমাত্র মায়ের নাম রাখতে পারে, মত আদালতের

July 25, 2022 | < 1 min read

জন্ম শংসাপত্রে মায়ের নামই যথেষ্ট। একটি মামলার রায় প্রসঙ্গে এরকমই মন্তব্য করেছে কেরালা হাইকোর্ট।


আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে কোনও কেউ তার জন্ম শংসাপত্রে শুধুমাত্র মায়ের নাম রাখতে পারে। শুধু জন্ম শংসাপত্র নয়, য কোনও নথিতে বাবার বদলে কেবলমাত্র মায়ের নাম রাখতে চা‍ওয়া যে কারওর সাংবিধানিক অধিকার। কেরলের পাঠানমথিট্টা পুরসভায় এক ব্যক্তির জন্ম শংসাপত্রে বাবার নাম হিসেবে এক অন্য ব্যক্তির নাম ছিল। তার কারণ, ওই মহিলা নাবালিকা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা গর্ভধারণ করেন। যার ফল হিসেবে এই ব্যক্তির ছোটবেলায় অন্য একজনের নথি দেখিয়ে শংসাপত্র তৈরি করা হয়েছিল। এখন এই ব্যক্তি চান পুরসভার রেজিস্টার থেকে বাবার নামের জায়গায় তাঁর মায়ের নামই লেখা হোক। এরপরই তিনি এবিষয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন।


এর আগে সুপ্রিম কোর্টের দেওয়া বেশ কয়কটি নির্দেশের কথা উল্লেখ করে কেরালা হাইকোর্ট বলছে, অবিবাহিত মায়ের সন্তানও এদেশেরই নাগরিক। কেউ তার মৌলিক অধিকার হরণ করতে পারে না। দেশের সংবিধান তাকে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার দেয়। অবিবাহিত মায়ের সন্তানই হোক কিংবা ধর্ষণে নির্যাতিতার সন্তান, সকলেরই নিজের মতো করে বাঁচার অধিকার মৌলিক অধিকার রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mother, #Birth certificate, #Kerala High court

আরো দেখুন