আইএসএল-এ লাল হলুদের শিবিরের দ্রোনাচার্যের ভূমিকায় প্রাক্তন ভারত কোচ স্টিফেন কনস্ট্যানটাইন
আইএসএল-এ লাল হলুদের শিবিরের কোচের দায়িত্ব পেলেন স্টিফেন কনস্ট্যানটাইন। ক্লাব কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, এর আগে দু-দফা ভারতের জাতীয় ফুটবল দলের দ্রোনাচার্যের ভূমিকায় দেখা গিয়েছে এই ব্রিটিশ কোচকে। একসময় দেশের তরুণ ফুটবলারদের খুঁজে আনার কাজেও সামিল ছিলেন স্টিফেন।
গুরু তৈরি, এবার তার শিষ্যদের দেখে নেওয়ার পালা। ক্লাব সুত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহে ইমামি-ইস্টবেঙ্গল চুক্তি পর্ব মিটে যাবে।
লাল হলুদ শিবিরের খবর, সম্ভবত আগামী সপ্তাহ থেকেই ময়দানে নামছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ আর কলকাতা লীগের জন্যে, লাল হলুদ শিবিরের দায়িত্ব নিতে চলেছে বিনু জর্জ। কলকাতার ময়দান বিনো জর্জের খুব চেনা, তিনি ইউনাইটেড স্পোর্টসের দায়িত্ব সামলেছেন।
স্টিফেন কনস্ট্যানটাইন পেশাদার কোচ, দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন। তাই নতুন মরশুমে নতুন কোচ নিয়ে সমর্থকদের প্রত্যাশা পারদ চড়ছে। কলকাতা ফুটবল মানেই সমর্থকদের বাড়তি চাপ, আর লাল হলুদ হলে আরও খানিক বেশি। সেই চাপ সামলে ক্লাব কোচিংয়েও কি নিজের ট্র্যাক রেকর্ড অক্ষত রাখবেন দেশের অন্যতম সফল কোচ? সেদিকেই তাকিয়ে লাল-হলুদ শিবির।