ইস্টবেঙ্গল ও ইমামি গোষ্ঠীর মধ্যের বহু প্রতিক্ষীত চুক্তি স্বাক্ষরিত হবে ২ আগস্ট
দীর্ঘ প্রতীক্ষায় অবসান। অবশেষে চূড়ান্ত হচ্ছে ইস্টবেঙ্গল-ইমামির গাটছড়া। আগামী ২ আগস্ট ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে। সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ ইমামি সূত্রে এ খবর সুনিশ্চিত করা হযেছে।
সোমবার নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ সম্মান প্রদান মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই চূড়ান্ত হয়ে যায় ইস্টবেঙ্গল-ইমামির চুক্তির বিষয়টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধেশ্যাম আগরওয়াল।
ইস্টবেঙ্গলের এক কর্তা জানিয়েছেন, ‘‘আমার তো আগেই বলেছিলাম, এমন এক চুক্তি করতে চাই, যাতে পরবর্তীকালে কোনও বিতর্ক না তৈরি করতে পারে। সেটাই হচ্ছে।’’
চুক্তি অনুযায়ী, ইমামির কাছে চুক্তির ৭৬ শতাংশ শেয়ার থাকবে, বাকি ২৪ শতাংশ থাকবে ক্লাব প্রশাসনের কাছে। দলগঠন থেকে শুরু করে কোচ বাছাই সবটাই করবে স্পনসর। এদিনই তার মধ্যে ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনের সঙ্গে একবছরের চুক্তি করে নেওয়া হয়েছে।