ফুঁসছেন নারীবাদীরা, রণবীরের নিরাবরণ ছবি নিয়ে চেম্বুর থানায় দায়ের FIR
সম্প্রতি সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়েছে রণবীর সিংহের নিরাবরণ ছবি। সেই ছবিগুলো নিয়েই তোলপাড় পরিস্থিতি। অভিনেতার বিরুদ্ধে শালীনতার মাত্র পেরোনোর অভিযোগ করছেন নারীবাদীরা। মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা রণবীরের বিরুদ্ধে নারীদের অনুভূতিতে আঘাত আনার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন। সংস্থার তরফে এক মহিলা আইনজীবী ইতিমধ্যেই মুম্বইয়ের চেম্বুর থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করছে বলেও খবর।
রণবীর সিংহের নিরাবরণ ছবির সিরিজ নিয়ে তুমুল চর্চা চলছে নানান মহলে। অভিনেতার সাহসিকতার প্রশংসায় ইতি পড়েছিল বিতর্কে, কিন্তু মহিলাদের মধ্যে থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়। পুরুষ বলেই কি বেঁচে গেলেন রণবীর? কোন মহিলা কি এমনটা করতে পারবেন? এমন প্রশ্নে সরব হন টলিউড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীসহ আরও বেশ কিছু তারকা।
নিরাবরণ অবস্থায় কাশ্মীরি গালিচায় শুয়ে ছবির জন্য পোজ দিয়েছিলেন রণবীর। আবার ছবি প্রসঙ্গে রণবীর জানিয়েছিলেন, হাজার হাজার মানুষের সামনে নিরাবরণ হতেও তার কোন জড়তা নেই। এরপর থেকেই নারীবাদীরা রণবীরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। স্বভাবতই স্পষ্ট, সহজে নিষ্কৃতি পাচ্ছেন না অভিনেতা। মহিলাদের ক্ষেত্রে যদি এমন কাজ অশ্লীল হয়; তবে পুরুষ বলেই কেন ছাড় পাবেন রণবীর? এটা কি সমাজের দ্বিচারিতা নয়? প্রশ্ন তুলছেন নারীবাদীরা।