মেঘালয়ের নানা সমস্যা নিয়ে আজ দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি
বিজেপি-জোট শাসিত মেঘালয় রাজ্যের নানা সমস্যা আজ দিল্লিতে ‘সংসদ ভবনের বাইরে’ তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। আজ সকাল ১০:১৫ নাগাদ দিল্লির বিজয় চকে একটি প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি হয়েছে, যেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা এবং মেঘালয় তৃণমূল কংগ্রেসের বিধায়করা। আজ এই প্রতিবাদ কর্মসূচিতে সংবিধানের অষ্টম তফসিলে গারো এবং খাসি ভাষার অন্তর্ভুক্তিকরণ অসম-মেঘালয় সীমান্ত চুক্তি বাতিল করার দাবি তোলে তৃণমূল কংগ্রেস।
এরপরে দুপুর ২:৩০ মিনিটে দিল্লির কনস্টিটিউশান ক্লাবে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মেঘালয় তৃণমূলের নেতা চার্লস পিনগ্রোপ এবং ডঃ মুকুল সাংমা।
প্রসঙ্গত, সংসদ ভবনের মধ্যে প্রতিবাদ সভা, ধর্ণা এমনকি প্ল্যাকার্ড প্রদর্শন ইত্যাদি নিয়ে ফরমান জারি হয়েছে। কিছই শব্দকে অসংসদীয় বলে মুখে কুলুপ আঁটার চেষ্টা হয়েছে, অভিযোগ করেছেন বিরোধীরা। সোমবার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে চার বিরোধী সাংসদকে। সেইজন্যই সংসদের বাইরে এই প্রতিবাদ সভা করছে তৃণমূল।