দেশ বিভাগে ফিরে যান

জুবেরের গ্রেপ্তারিকে ‘পুলিশি ক্ষমতা অপব্যবহার’ আখ্যায়িত করে সরব শীর্ষ আদালত

July 26, 2022 | < 1 min read

অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের গ্রেপ্তারি নিয়ে সরব দেশের শীর্ষ আদালত। জুবেরের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি মামলায় তাকে জামিন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ২০ জুলাই বুধবার সুপ্রিম কোর্ট রায় দান করেছিল। ২৫ জুলাই সোমবার সুপ্রিম কোর্ট রায়ের প্রতিলিপি আপলোড করে। সেখানেই দেখা গিয়েছে, জুবেরের গ্রেপ্তারি নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকার কড়া ভাষায় সমালোচনা করেছে দেশের সর্বোচ্চ আদালত। অসাধু চক্রে জুবেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলেও মত সুপ্রিম কোর্টের। পুলিশের অধীনে থাকা গ্রেপ্তারের ক্ষমতার অপব্যবহার নিয়েও পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে শীর্ষ আদালত। 

প্রসঙ্গত, মহম্মদ জুবেরের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের হয়েছিল। ৬টি মামলাতেই জুবেরকে ২০ জুলাই অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে, দেশের সর্বোচ্চ আদালত। ২০ জুলাই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, মহম্মদ জুবেরকে হেফাজতে রাখার কোন যৌক্তিকতা নেই। সেদিনই তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

প্রসঙ্গত, একটি বহু পুরোনো অপ্রাসঙ্গিক টুইটের ভিত্তিতে, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের বিরুদ্ধে উত্তরপ্রদেশজুড়ে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তের জন্য উত্তরপ্রদেশ পুলিশের তরফে সিট গঠন করা হয়েছিল। দেশের শীর্ষ জুবেরকে জামিনে মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশ পুলিশের সিট ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। সেই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশকেও এই তদন্ত ভার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে, সুপ্রিম কোর্ট তরফে জুবেরের বিরুদ্ধে থাকা প্রতিটি মামলাকে একত্র করে, দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে তদন্তভার হস্তান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Alt news, #Delhi Police, #supreme court, #Mohammed zubair

আরো দেখুন