আইসিসি’র চেয়ারম্যান হচ্ছেন ‘প্রিন্স অব ক্যালকাটা’, ঘোষণা ২১ নভেম্বর?
বাংলার মহারাজের মুকুটে নতুন পালক যোগ হতে চলেছে। এরকমই ইঙ্গিত মিলছে।
ইংল্যান্ডের বার্মিংহামে চলছে আইসিসি’র সাধারণ সভা। সেখানেই আইসিসি’র চেয়ারম্যান হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসছে বলে খবর। ওই সভায় উপস্থিত এক সূত্র থেকে জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরবর্তী আইসিসি চেয়ারম্যান করার পক্ষে বেশিরভাগ সদস্যের সম্মতি রয়েছে।
আইসিসি’র বোর্ড ১৬ সদস্যের। চেয়ারম্যান হতে গেলে এতদিন অন্তত ১১জন সদস্যের ভোটের প্রয়োজন হতো। তবে এবার থেকে নিয়মের কিছু পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। মোট ভোটের ৫১% ভোট পেলেই হবে। সেই হিসেব মেনে চললে সৌরভের দরকার ৯টি ভোটের। যদিও বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, এই ভোটাভুটি নাকি এবার আর কেউ চাইছে না। বোর্ড সদস্যদের বেশিরভাগের সম্মতিতেই বেছে নেওয়া হবে আইসিসির নতুন চেয়ারম্যানকে।
২১ নভেম্বর মেলবোর্নে টি২০ বিশ্বকাপের ফাইনাল। সেদিনই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করার কথা ভেবে রেখেছে আইসিসি।
ভারতের ক্রিকেট প্রশাসনের (বিসিসিআই) দায়িত্ব দু’বছরের বেশি সময় ধরে মহারাজের মতোই সামলাচ্ছেন সৌরভ। এবার বিশ্ব ক্রিকেট (আইসিসি) সামলানোর পালা।