রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে চাওয়া বিজেপি নেতাকে মোক্ষম জবাব আদালতের

July 26, 2022 | 2 min read

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কার্যত থাপ্পড় খেলেন বিজেপি’র এক আইনজীবী নেতা।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যে আদালতের অবমাননা হয়েছে বলে হাইকোর্টে মামলা করার আবেদন করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। কিন্তু এই আবেদন গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। তরুণজ্যোতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে।’’

সোমবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মান প্রদান করে রাজ্য সরকার। ওই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গের হাসপাতাল ছেড়ে কেন ভুবনেশ্বরে চিকিৎসা করতে পাঠানো হল পার্থকে? তিনি বলেন, ‘‘আমার লজ্জা লাগছিল, বলছে ওড়িশা এমসে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। আমার এখানে বেঙ্গল অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নম্বর ওয়ান। মেডিকেল কলেজ আছে। এনআরএস আছে। বাঙুর আছে। সাগর দত্ত আছে। শম্ভুনাথ আছে। প্রাইভেট অনেক ভাল ভাল হাসপাতাল আছে।’’ মমতা আরও বলেন, ‘‘কেন বাবা যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ছোঁয়া আছে, ইএসআই হসপিটাল। কমান্ড হসপিটালে যেতে হবে। হোয়াট ইজ দ্য ইনটেনশন। অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট ওড়িশায় নিয়ে যেতে হবে। কেন বাংলা কি কিছু নেই। এটা বাংলার মানুষের অসম্মান নয়?’’

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি’র আইনজীবী নেতা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘‘ওই মঞ্চে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। তিনি তো কোও প্রতিবাদ করলেন না?’’ তার পরই তিনি বলেন, ‘‘আমি মনে করি বিচারব্যবস্থা এত ঠুনকো নয় যে ওই মন্তব্যে ভেঙে পড়বে।’’ বিচারপতি বলেন, আদালতের রায় নিয়ে বাইরে কে কী বললেন, তা নিয়ে তিনি চিন্তিত নন। রায়ের বিরুদ্ধে চললে তিনিও আইনি পথেই ব্যবস্থা গ্রহণ করেন। বিচারপতি বিবেক চৌধুরী বলেন, ‘‘আদালতের বাইরে করা এই মন্তব্যকে অবমাননা বলে ধরছি না। তা ছাড়া ওই মন্তব্যের জেরে রায়ের কিছু এসে যাব না। সব মামলাকারীকে চিনিও না। তবে এটা ঠিক যে আগে এ টুকু সৌজন্যবোধ ছিল যে, বিচারব্যবস্থা নিয়ে কিছু বলা হত না। এখন সেটা ক্রমশ বিবর্ণ হয়ে যাচ্ছে, কী করা যাবে?’’

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #Mamata Banerjee, #bjp

আরো দেখুন