রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গবিভূষণের সম্মানদক্ষিণা ‘লিভার ফাউন্ডেশন’কে দান অভিজিৎ, ইস্টবেঙ্গলের

July 26, 2022 | < 1 min read

সোমবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে রাজ্য সরকার। কর্মসূত্রে আমেরিকায় রয়েছেন বলে এদিন তাঁর মা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকতে পারেননি। সম্মান গ্রহণ করতে নজরুল মঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের হাতে বঙ্গবিভূষণ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মলা মঞ্চেই জানান বঙ্গবিভূষণের সম্মানদক্ষিণা অভিজিতের ইচ্ছাতেই ‘লিভার ফাউন্ডেশন’কে দান করা হবে।

এদিন রাজ্য সরকারের কাছ থেকে বঙ্গ বিভূষণ পেয়েছে কলকাতার তিন বড় ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে তারাও এই সম্মান থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সাহায্যার্থে লিভার ফাউন্ডেশনকে দিয়ে দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Abhijit Binayak Banerjee, #Liver foundation, #Banga bibhusan, #Kolkata

আরো দেখুন