বিনোদন বিভাগে ফিরে যান

ফের মা হতে চলেছেন রানি, প্রিয়াঙ্কা! জোর জল্পনা বলিউডে

July 26, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ India Today

বলিউডে এখন একের পর এক নায়িকার মা হওয়ার খবর সামনে আসছে। সোনম কাপুর, আলিয়া ভাট থেকে ঐশ্বর্য, করিনার মা হওয়া নিয়েও চলছে নানারকম জল্পনা, গসিপ। যদিও করিনা এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। আর ঐশ্বর্য এ বিষয়ে কোনও কিছুই জানাননি। এবার বি টাউনে জল্পনা শুরু হয়েছে মা হতে চলেছেন রানি মুখোপাধ্যায়।

বলিউডে আরেক জনেরও মা হওয়ার গুজব ছড়িয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে কিছুদিন আগেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নিক-প্রিয়াঙ্কা। এবার শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানকেও স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন তাঁরা। সূত্রের খবর, সারোগেসির মাধ্যমেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তাঁরা।

সম্প্রতি, মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে ফটোগ্রাফারদের তোলা একটি ভিডি‍ও থেকেই এই জল্পনা শুরু হয়েছে। ওই ভিডিওতে রানির বেবি বাম্প নাকি স্পষ্ট বোঝা গিয়েছে। ফ্লাওয়ার প্রিন্টেড সবুজ রঙের সালোয়ার পরে মন্দিরের বাইরে দেখা মেলে আদিত্য ঘরণীয়। গায়ে ছিল গোলাপি রঙের ওড়না। ওই ওড়নাটি দিয়েই বারবার রানিকে নিজের পেট ঢাকতে দেখা গিয়েছে ওই ভিডিওতে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রানির ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bollywood, #Priyanka Chopra, #rumours, #Rani Mukherjee, #Pregnancy

আরো দেখুন