দেশ বিভাগে ফিরে যান

অনির্দিষ্টকাল ধরে তো কাউকে বন্দি রাখা যায় না! উত্তরপ্রদেশ সরকার এবং হাইকোর্টকে র্ভৎসনা সুপ্রিম কোর্টের

July 26, 2022 | < 1 min read

উত্তরপ্রদেশের যোগী সরকার এবং হাইকোর্ট দু’পক্ষকেই র্ভৎসনা করল সুপ্রিম কোর্ট। কারণ, ১০ বছর ধরে উত্তরপ্রদেশের জেলে বন্দি রয়েছেন ৮৫৩ জন। তবু তাঁদের আবেদন ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কৌল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ জানায়, দ্রুত ব্যবস্থা না নিলে পদক্ষেপ করতে বাধ্য হবে শীর্ষ আদালত।

উল্লেখ্য, এর আগে গত ৯ মে উত্তরপ্রদেশ সরকার এবং এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে ৩৫০ বন্দির মামলার আবেদন শোনা বাকি আছে। অথচ ১০ বছর ধরে তাদের মামলা চলছে। ১৫৯ জন বন্দি রয়েছে ১৫ বছর ধরে। এরপর এলাহাবাদ হাইকোর্টের কাছে এমন কত মামলা ঝুলে আছে, তার তথ্য জানতে চায় শীর্ষ আদালত।

একটি মামলার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নজরে আসে সুপ্রিম কোর্টের। গত ১২ বছর ধরে উত্তরপ্রদেশের জেলে বন্দি রয়েছেন জনৈক সুলেমান। এলাহাবাদ হাইকোর্টে একাধিক বার শুনানির আবেদন জানিয়েও কোনও তারিখ না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুলেমানের পরিবার। এই মামলার শুনানি করতে গিয়ে উত্তরপ্রদেশের বিচারব্যবস্থা এবং সরকারের ভূমিকার সমালোচনা করল দেশের শীর্ষ আদালত। বিচারপতি কৌলের পর্যবেক্ষণ, ‘‘সরকার (উত্তরপ্রদেশ) এবং হাই কোর্ট, এদের একটা সমস্যা লক্ষ্য করছি। অনির্দিষ্টকাল ধরে তো কাউকে বন্দি রাখা যায় না!’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #yogi adityanath, #supreme court, #Alahabad High Court

আরো দেখুন