দেশ বিভাগে ফিরে যান

মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে সংসদে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বিরোধীরা

July 27, 2022 | < 1 min read

বুধবার, ২৭ জুলাই সংসদভবনে গান্ধী মূর্তির সামনে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তুলে ধর্নায় বসলেন সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদরা।

তৃণমূল সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, মৌসুম নুর, দোলা সেন, শান্তনু সেন, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব, নাদিমুল হকসহ আরও দুই বিরোধী সাংসদ এদিন ধর্নায় বসেছেন।

চলতি বাদল অধিবেশনে বিগত দু-দিনে ২৩ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এরমধ্যে ১৯ জন রাজ্যসভার সাংসদ এবং ৪ জন লোকসভার সাংসদ। বলাইবাহুল্য, দেশের গণতন্ত্রের মন্দির সংসদে বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করে চলেছে মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gandhi Statue, #Parliament, #opposition, #price hike, #Monsoon Session

আরো দেখুন