২৯শে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন, বঙ্গে জোর প্রস্তুতি
২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মানেই বাংলার শাসক শিবিরের আরও একটি জনজাগরণ উৎসব। এ বছর তৃণমূল নেত্রীর নির্দেশে এই দিনটি পালন করা হবে ২৯ আগস্ট। প্রতিবছর এইদিনে লক্ষাধিক ছাত্র সমাবেশে উদ্বেলিত হয়ে ওঠে ধর্মতলার মেয়ো রোড। এই সমাবেশ থেকে ছাত্রসমাজকে আগামীর দিশা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২১শে জুলাইয়ের জনসুনামির পরে একমাত্র বৃহৎ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনটা শহর কলকাতা যেন ছাত্রদের হাতে চলে যায়। গত দুই বছর করোনা আবহে মেয়ো রোডে সমাবেশ করা যায়নি। কিন্তু এ বছর বাংলার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবারে রেকর্ড জনসমাবেশের লক্ষ্য নিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
এবারে পাহাড় থেকে জঙ্গল মহল সর্বত্রই বৃহৎ কর্মসূচির প্রস্তুতির আয়োজন করছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ভবণ থেকেই হতে চলেছে শুভ সূচনা। পরবর্তী কর্মসূচি ঠিক করা হয়েছে পশ্চিম বর্ধমান, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায়।
২৯ আগস্টকে সামনে রেখে ছাত্ররাজনীতিতে নতুন জোয়ার আনতে চলেছে তৃণমূলের শাখা সংগঠন। ছাত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে পথসভা, দেওয়াল লিখন চলছেই। প্রচারে পিছিয়ে নেই তৃণমূল সোশ্যাল মিডিয়ার কর্মীরাও। এর মাঝে আগামীর কর্মসূচি ও তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য।
চোখ ধাঁধানো ভিড়ে আগামী প্রজন্মের শপথের মঞ্চের একমাত্র আকর্ষণ দলনেত্রীর ভাষণ। ২৯ তারিখ অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর দু’টোয়। এবারের তৃণমূল নেত্রী কী দিকনির্দেশিকা দেবেন, সে বিষয়ে তৃণমূল ছাত্রসমাজের মধ্যে আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।