সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও বাংলাকে বিপর্যয় মোকাবিলার পুরো টাকা দেয়নি সরকার: কেন্দ্রীয় মন্ত্রী
আয়লা, আম্পান, যশের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়েছে বাংলা। কেন্দ্র থেকে মন্ত্রীরা দেখে গেছেন সেই সব অঞ্চল। ভোটের রাজনীতি করে সেই সব সময় কোটি কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু প্রাপ্য সম্পূর্ণ মেটায়নি কেন্দ্র। মঙ্গলবার সংসদে বিজেপি সরকারের জবাবেই স্পষ্ট হয়েছে এই তথ্য।
মঙ্গলবার তৃণমূলের লোকসভার এমপি মালা রায় কেন্দ্রীয় সরকারের কাছে লিখিতভাবে জানতে চান, আয়লা, আম্পান, যশ, এই তিন দুর্যোগে পশ্চিমবঙ্গকে কত টাকা দেওয়া হয়েছে? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, পশ্চিমবঙ্গকে যত টাকা দেওয়া হবে বলা হয়েছিল, তারও সবটা মেলেনি। সব মিলিয়ে তিন দুর্যোগে ক্ষতি সামাল দিতে রাজ্যকে ৩ হাজার ৮১১ কোটি ২২ লক্ষ টাকা দেওয়া হবে বলেই অনুমোদন করেছে উচ্চ পর্যায়ের কমিটি। কিন্তু এখনও পর্যন্ত মিলেছে ২ হাজার ৭১৭ কোটি ১৫ লক্ষ টাকা।
লোকসভায় লিখিতভাবে কেন্দ্র জানিয়েছে,আয়লায় ৫১৬ কোটি ৮৬ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছিল। দেওয়া হয়েছে ১৬৬ কোটি ৮৭ লক্ষ টাকা। আম্পানে উচ্চ পর্যায়ের কমিটি ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা অনুমোদন করলেও বাংলাকে দেওয়া হয়েছে ২ হাজার ২৫০ কোটি ২৮ লক্ষ টাকা। যশের ক্ষেত্রে ৫৮৬ কোটি ৫৯ লক্ষ টাকা অনুমোদন হলেও দেওয়া হয়েছে ৩০০ কোটি টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে।