পিজি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন ভারত অধিনায়ক মোহনবাগানরত্ন বদ্রু বন্দ্যোপাধ্যায়
গুরুতর অসুস্থ দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক বদ্রু বন্দ্যোপাধ্যায়। ৯৪ বছর বয়সী এই অলিম্পিয়ান এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের কথানুযায়ী, প্রাক্তন ভারত অধিনায়কের শারীরিক অবস্থা ভাল নয়। বুধবার ২৭ জুলাই সকালে নিজের নিউ আলিপুরের বাড়িতে হঠাৎ করেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের পরিবারের সদস্যরা দ্রুত মোহনবাগান ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন। ক্লাবের তরফে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাঁকে পি জি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, বদ্রু বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফরোয়ার্ড। দেশের পাশাপাশি তিনি মোহনবাগানের ক্লাবেরও অধিনায়কত্ব সামলেছিলেন। খেলোয়াড় জীবনে সবুজ মেরুন জার্সিতে কলকাতা লিগ, শিল্ড, ডুরান্ড ও রোভার্স কাপে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৬ সালে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাঁকে মোহনবাগানরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। মেলবোর্ন অলিম্পিকে ১৯৫৬ সালের ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন বদ্রু। মেলবোর্ন অলিম্পিকে ভারত চতুর্থ স্থান দখল করে, যা অদ্যাবধি অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স।