শুভমন, চাহাল এবং বৃষ্টির দাপটে ওয়েস্ট ইন্ডিজকে whitewash করল ভারত
পোর্ট অফ স্পেনে তৃতীয় একদিনের আন্তজাতিক ম্যাচ জিতে ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ তিনে তিন করল টিম ইন্ডিয়া। নিয়মরক্ষার ম্যাচে বৃষ্টির জন্য বার দুয়েক খেলা বন্ধও হল। প্রথম আন্তর্জাতিক শতরানের দোরগোড়ায় পৌঁছেও বৃষ্টির জন্য ৯৮ রানেই অপরাজিত থাকতে হল শুভমান গিলকে। ধাওয়ান অধিনায়ক করেন ৫৮ রান। খেলা বন্ধের সময় ৩৬ ওভারে তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ২২৫। কিন্তু বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ২৫৭ রান।
ক্যারিবিয়ানদের শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি। ২৫৭ তাড়া করতে নেমে কোনও রান ওঠার আগেই দুই উইকেট হারায় তারা। মহম্মদ সিরাজের বলে ফেরেন কাইল মেয়ার্স (০), শামারা ব্রুকস (০)। ব্রেন্ডন কিং (৪২) এবং নিকোলাস পূরণ (৪২) ছাড়া কেউ দাঁড়াতেই পারেন নি। ২৬ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় ক্যারাবিয়ানরা। চাহাল পেয়েছেন ৪ উইকেট।