দেশ বিভাগে ফিরে যান

দেশের আর্থিক পরিস্থিতি টলমলে, বলছে আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা

July 28, 2022 | < 1 min read

দেশের আর্থিক পরিস্থিতি টলমলে, ছবি সৌজন্যেঃ Shutterstock

দেশের আর্থিক পরিস্থিতি যে টলমলে তা আরও একবার উঠে এল একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায়। দেড়শো বছরের পুরনো ‘সোসাইটি জেনারেল’ নামে ওই সংস্থা যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে উল্লেখ করা হয়েছে এশিয়ার ‘সম্ভাবনাময় বাজার’ হিসাবে গণ্য হওয়া দেশগুলোর মধ্যে ভারতের অবস্থাই সবথেকে খারাপ এবং নড়বড়ে।

ওই সংস্থার মতে, ভারতে মুদ্রাস্ফীতি এতটাই বড় একটি বাস্তবতা যে তা ভারতের সম্ভাবনাকে অনেকটা নষ্ট করেছে। ভারতের পাশাপাশি খারাপ অবস্থা হল থাইল্যান্ড এবং ফিলিপিন্সেরও। তালিকায় ভারতের ঠিক উপরেই রয়েছে তারা। আর সব থেকে সম্ভাবনাময় হল ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। তিনে রয়েছে চীন। এই তিনটি দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ বেশ কম। এছাড়া এই দেশগুলোর আর্থিক অবস্থা খুব খারাপ নয়।

মুদ্রাস্ফীতি যে ভারতের অর্থনীতির উপর খারাপ প্রভাব ফেলছে, তা আগেই বোঝা গিয়েছিল। বিগত আট বছরের মধ্যে রেকর্ড মুদ্রাস্ফীতি আটকাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। টানা দুটো আর্থিক কমিটির বৈঠকে রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Indian Economy, #Economy

আরো দেখুন