← দেশ বিভাগে ফিরে যান
ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০,৪০৯, পজিটিভিটি রেট ৫.১২ শতাংশ
এক ধাক্কায় ফের অনেকটা বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গন্ডি। যা দেশের আমজনতার রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দৈনিক মৃতের সংখ্যা অনেকটা কমল।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ৫.১২ শতাংশ।
দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.৩৩ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৯৮৮ জন। একদিনে করোনায় মৃত ৪৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৩ লক্ষ ০৯ হাজার ৪৮৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ।