দেশ বিভাগে ফিরে যান

সত্যার্থী-মমতা সাক্ষাত, শিশুদের জন্যে সুন্দর পৃথিবী গড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

July 29, 2022 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেছিলেন নোবেলজয়ী কৈলাশ বিদ্যার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প, সমাজে বদল আনতে পারে, এমনটাই মনে করেন বচপন বাঁচাও আন্দোলনের প্রাণপুরুষ কৈলাশ বিদ্যার্থী। বৃহস্পতিবার ২৮ জুলাই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নোবেলজয়ী।

নোবেলজয়ীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, “শিশুদের জন্যে এই পৃথিবীকে আরও সুরক্ষিত, সম্ভবনাময় এবং আনন্দের করে তুলতে সব সময় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।”

প্রসঙ্গত, গতকালের সাক্ষাতের পর মুখ্যমন্ত্রীকে বোন সম্বোধন করে কৈলাশ বিদ্যার্থী টুইটে লিখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসু হয়েছে। বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার রুখতে এবং নারী ক্ষমতায়নে, ‘কন্যাশ্রী’ এবং ‘স্বয়ংসিদ্ধা’র মতো রাজ্যের সামাজিক প্রকল্পগুলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন, এমনটাই মনে করছেন নোবেলজয়ী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #kailash satyarthi

আরো দেখুন