দেশ বিভাগে ফিরে যান

নেই বরাদ্দ, তবে কি রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধের পথে এগোচ্ছে মোদী সরকার?

July 29, 2022 | < 1 min read

মোদী জমানায় ভর্তুকি ভ্যানিশ! নিত্যদিন পেট্রল-ডিজেলের সঙ্গে পাল্লা দিয়েই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্তের সাধ্যের নাগাল পেরিয়েছে জ্বালানীর দাম। এর মধ্যেই উঠে যেতে চলেছে রান্নার গ্যাসের ভর্তুকিও? তবে দীর্ঘদিন ধরেই ধীরে ধীরে আভাস যাচ্ছিল উঠতে চলেছে ভর্তুকি। মোদী সরকারের মন্ত্রীরাও তেমন ইঙ্গিত দিচ্ছেন।

সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে ২৮ জুলাই মোদী সরকারের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি সংসদে জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরে গ্রাহকের অ্যাকাউন্টে ভর্তুকির বাবদ টাকা পাঠাতে, কোন অর্থই বরাদ্দ করেনি মোদী সরকার। বিস্তারিত তথ্য-পরিসংখ্যানসহ মোদী সরকারের মন্ত্রী জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে ভর্তুকি বাবদ গ্রাহকদের অ্যাকাউন্টে ১২,০৫২ কোটি টাকা পাঠিয়েছিল সরকার।

পরবর্তী বছরগুলিতে টাকার পরিমাণ কমে এসে ৩৫৫৯ কোটি টাকায় দাঁড়ায়। কিন্তু ২০২১-২২ অর্থ বছরে মোদী সরকারের তরফে কোন অর্থ বরাদ্দের করা হয়নি। গত অর্থ বছরে ভর্তুকি বাবদ যদি বরাদ্দ না করা হয়, তবে কি চিরতরে ভর্তুকি বন্ধ করে দিতে চলেছে মোদী সরকার? ক্রমশ জোরালো হচ্ছে সেই প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#cooking gas, #Modi Government

আরো দেখুন