খেলা বিভাগে ফিরে যান

ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ

July 30, 2022 | < 1 min read

ছবি সংগৃহীত

ক্রিকেটার ঝুলন গোস্বামীর পাশাপাশি ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন লিয়েন্ডার পেজ। পয়লা আগস্ট তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের অনুষ্ঠানে এবার ভারত গৌরব পাবেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পাওয়া ৪৩ বছর বয়সী কিংবদন্তী টেনিস খেলোয়াড়, যিনি ডাবলস এবং মিক্সড ডাবলস মিলিয়ে মোট ১৮টি খেতাব পেয়েছেন।

২০১১ সাল থেকে ইস্ট বেঙ্গল প্রতিবারই একজনকে ভারতগৌরব সম্মান দেয়। এ বছর সেই সম্মান পাচ্ছেন দুজন। লিয়েন্ডার এবং ঝুলন। দুই খেলোয়াড়ি নিজ নিজ ক্ষেত্রে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Leander Paes, #East Bengal, #Jhulan Goswami, #bharat gourab

আরো দেখুন