শহরের পুকুর ‘চুরি’ রুখতে নতুন কিছু পন্থা অবলম্বন করতে চলেছে কলকাতা পুরসভা
কলকাতায় পুকুর ‘চুরি’ রুখতে এবার নতুন কিছু পন্থা অবলম্বন করতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে শনিবার বলেন, ‘‘এ বার থেকে আমরা পুকুরের পৃথক ঠিকানার ব্যবস্থা করব। ঠিকানা দেওয়ার পাশাপাশি আমরা পুকুরটির অ্যাসেসমেন্টও করব।’’ তিনি বলেন, ‘‘এলাকায় থাকা পুকুরের যেমন আমরা ঠিকানা ব্যবস্থা করব, তেমনই বাড়ি লাগোয়া পুকুর থাকলে তারও ঠিকানা দেওয়া হবে। এর ফলে আমাদের কাছে সব ধরনের পুকুরের তথ্য থাকবে। বাড়ি লাগোয়া পুকুরগুলিকে পাশের দিক থেকে বুজিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ করা যায়। তাই কোনও পুকুর যে কোনও ভাবে বোজানো হলেই আমরা জানতে পারব।’’
কলকাতা পুরসভার পরিবেশ বিভাগ পুকুর বোজানো সংক্রান্ত অভিযোগ পেলে সক্রিয় হয়। কিন্তু এ বার মেয়র খোদ নিজ উদ্যোগে পুকুরের ঠিকানা দিয়ে বোজানোর প্রক্রিয়া বন্ধ করতে চান। পাশাপাশি, ‘শো টু মেয়র’ কর্মসূচিতে কোনও পুকুর বোজানোর অভিযোগ পেলেও পদক্ষেপ করা হবে বলে মেয়র জানিয়েছেন।
মেয়র ফিরহাদ বলেন, ‘‘পুকুর ও জলাভূমি রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। তাই এই পদক্ষেপ করা হচ্ছে। আমাদের যাবতীয় পরিকল্পনা তৈরি রয়েছে। আশা করছি শীঘ্রই তা বাস্তবায়িত করা যাবে।’’