সোমবারই মন্ত্রিসভা, দলের ভিতর পরিবর্তন আনছেন মমতা?
রাজ্য মন্ত্রিসভা ও দলের সংগঠনে একাধিক পরিবর্তন আনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বৃহস্পতিবার এই পরিবর্তনের ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসএসসি দুর্নীতি ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর তৃণমূল যে আরও কড়া এবং কঠোর ব্যবস্থা নেবে তা একরকম স্পষ্টই ছিল। সেই হিসেবেই শুরু হয়েছে জল্পনা। বলা হচ্ছে রদবদল হবে বেশ কিছু মন্ত্রীর দপ্তর। নতুনভাবে সাজানো হতে পারে মন্ত্রিসভাকে। মন্ত্রিসভায় যারা আসছেন, তাঁদের নামের একটি তালিকা শুক্রবার সন্ধ্যায় পৌঁছে গিয়েছে রাজভবনে।
এদিকে তৃণমূল কংগ্রেস দলের মধ্যেও আসছে বদল। শোনা যাচ্ছে, ‘মহাসচিব’ পদ তুলেই দেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে, দায়িত্ব ভাগ করে দেওয়া হবে রাজ্য কমিটির পদাধিকারীদের। দল পরিচালিত হবে পার্টি অফিস থেকেই। শোনা গেছে, ২৯ আগস্টের ছাত্র পরিষদের অনুষ্ঠানের পর রদবদল করা হবে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনেও।
শোনা যাচ্ছে, মন্ত্রিসভায় স্থান পেতে পারেন একাধিক নতুন মুখ। পরিষদীয় দপ্তরের ভার পেতে চলেছেন একজন পূর্ণ মন্ত্রী ।