টেট আন্দোলনকারীদের ‘উস্কানি’ দিয়ে ফায়দা তুলতে চাইছে বিরোধীরা, মনে করছে তৃণমূল
টেট আন্দোলনকারীদের ‘উস্কানি’ দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিরোধীরা, এমটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। টেট-উত্তীর্ণদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাঁদের ধর্না চালিয়ে যেতে মদত দিচ্ছে বিরোধীরা।
শুক্রবার রাতভর অবস্থানের পর শনিবারও ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের সামনে বসেছিলেন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের তুলে দেয়। কয়েকজনকে আটকও করা হয়। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এবিষয়ে বলেন, ‘‘বিরোধীদের ধারণা, এই জট জিইয়ে রাখতে হবে। এই যন্ত্রণা রাখতে হবে। তার উপর দাঁড়িয়ে ওঁরা রাজনীতি করবেন।’’ তিনি আরও বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন। তিনি সাংসদ। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রীও। আমি ছিলাম। আমি দলের প্রতিনিধি। অভিষেক মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে জট খোলার চেষ্টা করছেন। পরের বৈঠকে ৮ আগস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে। আর এঁরা (বিরোধীরা) রে রে করে উঠছেন!’’
এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন চলাকালীনই তাঁদের নেতাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অভিষেক। সেই মতো শুক্রবার বিকেলে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ওই বৈঠক হয়। কিন্ত সেই বৈঠক যখন চলছে, তখনই অভিষেকের সঙ্গে দেখা করার দাবিতে ক্যামাক স্ট্রিটে চলে আসেন টেট-উত্তীর্ণরা। তাঁদের বলা হয়, অভিষেক তাঁদের সঙ্গে আগামী সপ্তাহে দেখা করবেন। কিন্তু তাঁরা চলে যেতে রাজি হননি। অভিষেক অফিস ছেড়ে গেলেও তাঁরা অবস্থান চালিয়ে যান।
বিরোধীরা অভিযোগ করছে, অভিষেক সরকারের অংশ নন। ফলে তাঁর এই বৈঠক করার বা আশ্বাস দেওয়ার কোনও অধিকার নেই। কুণাল এর জবাবে বলেন, ‘‘জেপি নাড্ডা সব রাষ্ট্রদূতকে ডেকে বৈঠক করছেন বিজেপির অফিসে। উনি কে? সিপিএম জমানায় একের পর এক মিটিং আলিমুদ্দিন স্ট্রিটে হয়েছে। মনমোহন সিংহের আমলে সিদ্ধান্ত নিত ১০ নম্বর জনপথ। আর এরাই এখন বড় বড় কথা বলছে?’’