← খেলা বিভাগে ফিরে যান
চোট পেয়েও রুপো জিতে কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন সঙ্কেত
ভারোত্তোলনের ৫৫ কেজি ক্লিন এবং জার্ক বিভাগে রূপ জিতে ভারতকে কমনওয়েলথ গেমস ২০২২-এর প্রথম পদক এনে দিলেন সঙ্কেত মহাদেব সারগর।
প্রথম চেষ্টায় ১৩৫ কেজি তোলেন সঙ্কেত। দ্বিতীয় এবং তৃতীয় চেষ্টায় ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পান তিনি। দুই বিভাগ মিলিয়ে তিনি ২৪৮ কেজি ভার তুলেছিলেন তিনি। তাঁর মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী ১৪২ কেজি তুলে সোনা জেতায়, রুপো জিতলেন সঙ্কেত।