পটনা কলেজের সেমিনার হলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। উঠল ‘গো ব্যাক’ স্লোগান। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সমর্থকরা শনিবার ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাল বিজেপি সভাপতিকে। পাশাপাশি পটনা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় মর্যাদা দেবার দাবিও তুলল ছাত্রছাত্রীরা।
BJP president JP Nadda faced protest & Go back slogan by Patna college students.
প্রসঙ্গত, পটনা কলেজেরই একজন প্রাক্তন ছাত্র ছিলেন জেপি নাড্ডা। তাঁর বাবাও পটনা বিশ্ববিদ্যালয়েই কাজ করতেন। বিজেপি জোট শাসিত নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারে এরকম ঘটনায় স্বাভাবিকভাবেই মুখ পুড়ল গেরুয়া শিবিরের।