রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে বিরোধী ঐক্যে শান, চার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন মমতা?

July 31, 2022 | 2 min read

আগস্ট মাসের প্রথম সপ্তাহেই দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কারবারিদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন দিল্লি সফর খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আসন্ন সফরে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, আসন্ন সফরে বিরোধী ঐক্যে শান দিতে পারেন মমতা। এবারের সফরে, অ-কংগ্রেসি, অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা।

সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি, বিরোধী দীর্ঘদিনের এই অভিযোগই হয়ত বৈঠকের বিষয়বস্তু হয়ে উঠতে পারে।

যেভাবে মোদী সরকার, তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে ও বিরোধীদের নাজেহাল করতে ব‌্যবহার করছে তা দেশবাসীর সামনে প্রকাশ্যে আনার বিষয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। বিজেপিতে নাম লিখিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে তদন্ত থেকে রেহাই পেয়ে গিয়েছেন, তাও প্রকাশ্যে আনার কৌশল ঠিক হতে পারে বৈঠকে। জানা গিয়েছে, দল বদলু নেতাদের নামের তালিকা তৈরির কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আপাতত বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য চার অবিজেপি মুখ‌্যমন্ত্রীর বৈঠকের জানা গেলেও, কেউ কেউ মনে করছেন তালিকাটা আরও লম্বা হতেই পরও। দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে, মমতা ও সোনিয়া গান্ধীর সাক্ষাৎও হতে পারে এই সফরে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা, মমতার এই সফর বিরোধী ঐক‌্যকে জাতীয় ক্ষেত্রে আরও মজবুত করতে পারে। সব সমমনস্ক অবিজেপি দলগুলো এক মঞ্চে লড়াই করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী বারবার আহ্বান করেন। তাই মমতার আসন্ন দিল্লি সফর থেকেই ২৪-এর লড়াইয়ের নীল-নকশা তৈরির কাজ শুরু হতে চলেছে বলেই মনে করেছেন কেউ কেউ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #delhi, #tmc

আরো দেখুন