শোচনীয় পরাজয় BJP-র, শুভেন্দুর ‘মডেল ওয়ার্ডে’ মুখ থুবড়ে পড়ল গেরুয়া বাহিনী
রাজ্যে ফের একবার ধাক্কা খেল বিজেপি। তাও খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে একদা খ্যাত কাঁথিতে মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই লাগাতার একের পর এক নির্বাচনে ধাক্কা খেয়েই চলেছে বিজেপি। কাঁথির পুরসভার পরে, এবার কাঁথি সমবায় সমিতির নির্বাচনেও হার বিজেপির। কাঁথি পুরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের পদ্মপুখুরিয়া পদ্মশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে খাতাই খুলতে পারল না বিজেপি।
শনিবার ৩০ জুলাই পদ্মপুখুরিয়া পদ্মশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নয়টি ডিরেক্টরের পদের জন্যে নির্বাচন হয়। সমবায় সমিতির এই নির্বাচনে মোট ৬৮১ জন ভোট দাতার মধ্যে ৬৩৪টি ভোট পড়েছে। ডিরেক্টরের পদ দখলের লড়াইয়ে তৃণমূল সমর্থিত অফিসিয়াল প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপিকে শূন্য হাতেই থাকতে হল।
এবারের নির্বাচনে তৃণমূল সমর্থিত অফিসিয়াল প্যানেলের প্রাক্তন সভাপতি দীপক দাস ও সম্পাদক অশোককুমার প্রধানকে ব্যাতিরেকে বাকি সাত জনই একেবারেই নতুন মুখ। বিকাশচন্দ্র বেরা, প্রভাতকুমার মানিক, সুপ্রভাত জানা, তপনকুমার মহাপাত্র, রিনা মানিক, সুমিতা গিরি, তপন বরেরা প্রথমবারের জন্য লড়াইয়ের ময়দানে নামেন। অশোককুমার প্রধান প্যানেলে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩১৬ টি। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণকুমার মাইতি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবলকুমার মান্না প্রমুখেরা জয়ী প্যানেলোকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২১টি ওয়ার্ডের কাঁথি পুরসভার ৩টি ওয়ার্ডে জয় পেয়েছিল বিজেপি। তিন ওয়ার্ডের মধ্যে ছিল ১৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ পদ্মপুখুরিয়া। বিরোধী দলনেতা শুভেন্দু বিভিন্ন মিটিং, মিছিল, সভায় ১৮ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে উল্লেখ করতেন। ১৮ ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাসকে ওয়ার্ড জয়ের পুরস্কার স্বরূপ কাঁথি নগর মণ্ডলের সভাপতিও করা হয়েছিল। কিন্তু সেই ওয়ার্ডের সমবায় নির্বাচনে বিজেপির এহেন ব্যর্থতা প্রমাণ করে, ক্রমেই বাংলার জমি হারাচ্ছে বিজেপি। তৃণমূল তরফে খোঁচা দিয়ে বলা হচ্ছে, বিরোধী দলনেতার মডেল ওয়ার্ডের তকমা ক’মাসেই খারিজ করে দিল কাঁথির মানুষ! অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য, বিজেপির প্রতি মানুষ যে আস্থা হারিয়েছে, এই শোচনীয় তা ফের প্রমাণ করে দিল।